Wellcome to National Portal

।। বাংলাদেশ কৃষি ব্যাংক, আঞ্চলিক নিরীক্ষা কার্যালয়, নড়াইল এর ওয়েবসাইটে স্বাগতম ।। ফ্রি! ফ্রি! ফ্রি! - বাংলাদেশ কৃষি ব্যাংকে অনলাইন লেনদেন, অনলাইন চেক কালেকশন, ইএফটিএন, আরটিজিএস সেবা সম্পূর্ণ ফ্রি  ।। ব্যাংকিং সেবা পেতে আপনার নিকটস্থ বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় আজই চলে আসুন ।। আমরা আপনাকে উন্নত সেবা দিতে বদ্ধপরিকর ।। বাংলাদেশ কৃষি ব্যাংক এর সেবার মান উন্নত করতে আপনার পরামর্শ প্রত্যাশা করি ।। ব্যাংকিং সেবা সম্পর্কে আরও জানতে কল করুন ১৬১২৯ ।।

Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ জুন ২০২৫

রুপকল্প ও অভিলক্ষ্য

রুপকল্প:

খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন ও গ্রামীন অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে ঋন সুবিধা প্রদান।

অভিলক্ষ্য:

দেশের জন সাধারণের দোরগোড়ায় ব্যাংকিং সুবিধা পৌঁছে দেয়ার পাশাপাশি খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ও দারিদ্র বিমোচনের লক্ষ্যে কৃষি,এসএমই ও কৃষিভিত্তিক শিল্পে ঋণ প্রদান।

কার্যাবলী:

  • শস্য,মৎস্য,প্রানীসম্পদ,গাভীপালন,কৃষি যন্ত্রপাতি,শস্য গুদামজাত ও বাজারজাতকরন,দারিদ্র বিমোচন,কৃষি ভিত্তিক শিল্প প্রকল্প ও চলমান ঋণ এবং এসএমই খাতে ঋণ বিতরণ।
  • চলতি,সঞ্চয়ী,এসএনডি ও মেয়াদীসহ বিভিন্ন ধরনের সঞ্চয় প্রকল্প বাস্তবায়ন।
  • বিভিন্ন প্রকার সরকারী সঞ্চয়পত্র বিক্রয় ও প্রাইজবন্ড ক্রয়বিক্রয়।
  • দেশের বাহিরে কর্মরত প্রবাসীদের প্রেরিত অর্থ তাঁদের স্বজনদের নিকট দ্রুততম সময়ে পৌঁছে দেয়া।
  • সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় মুক্তিযোদ্ধা ভাতা,বয়স্কভাতা,বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা ভাতা,অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা,উপবৃত্তির অর্থ বিতরণ এবং অবসর প্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের পেনশন সুবিধা প্রদান।
  • সরকারী ধান/চাউল/খাদ্য সংগ্রহের বিল পরিশোধ,ভূমি উন্নয়ন কর আদায় ও অন্যান্য ব্যাংকিং সেবা প্রদান।